✒️✒️✒️ প্রধান শিক্ষকের বাণী
📋📋📋📋📋
আধুনিক সভ্যতার উৎকর্ষ সাধনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব অপরিসীম। ডিজিটাল বাংলাদেশের অন্যতম লক্ষ্য হলো শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা । আজকের পৃথিবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্ময়কর আলোয় উদ্ভাসিত এক বিশ্বগ্রাম । এই বিশ্বগ্রামের বৈশ্বিক নাগরিক হওয়ার জন্য প্রতিটি মানুষের চাই প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। তাই ২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতি এবং ২০১২ সালে প্রণীত জাতীয় শিক্ষা কার্যক্রমের মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে । প্রযুক্তি চরম উৎকর্ষের যুগে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে নিজেদের গৌরবময় অবস্থানে অধিষ্ঠিত রাখতে বর্তমান প্রজন্মকে বহুমাত্রিক যোগ্যতার অধিকারী গড়ে তোলা প্রয়োজন । টেকসই উন্নয়ন বিশ্বের গুণগত শিক্ষা প্রদান এবং তথ্য ও প্রযুক্তির বিস্তরণ সময়ের দাবি। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ছাড়া দক্ষ ও আত্মমর্যাদাসম্পন্ন স্বনির্ভর জাতি গঠন করা সম্ভব নয়। এই লক্ষ্যে বিদ্যালয় দ্রুতগতির ইন্টারনেট সংযোগসহ প্রতিষ্ঠা করা হয়েছে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব। দৈনন্দিন শ্রেণী কার্যক্রমে ডিজিটাল কনটেন্ট মাল্টিমিডিয়ার ব্যবহার এবং বিদ্যালয় সমস্ত প্রশাসন কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হয়েছে। বিদ্যালয় এর যাবতীয় শিক্ষা পরিষেবা শিক্ষার্থী অভিভাবক এবং অংশীজনের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য একটি মানসম্মত ওয়েবসাইট চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ।
উন্নয়নের মহাসড়কে অগ্রসরমান ডিজিটাল বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আলোয় উদ্ভাসিত আজকে শিক্ষার্থীরা এগিয়ে যাবে সম্মুখ পানে : সসীম থেকে অসীম খন্ড থেকে অখন্ড । বিদ্যালয়ের এ প্রয়াসে অধ্যায়নরত শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে তেমনি দেশ ও দেশের বাইরে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী অভিভাবক ও অংশীজন প্রিয় ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, মোমেনশাহী সেনানিবাস সঙ্গে যুক্ত হয়ে তথ্যের অবাধ প্রবাহ প্রীতি ও সৌহার্দের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
মফজেল হোসেন
প্রধান শিক্ষক ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়
মোমেনশাহী সেনানিবাস।