✒️✒️✒️সহসভাপতি মহোদয়ের বাণী
📋📋📋📋📋
‘বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে’ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই অমীয় বাণী আজ সত্যে পরিণত হয়েছে। মানুষের জীবন এখন বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর। সময়ের পরিবর্তনের সাথে সাথে বদলে যাচ্ছে বিশ্ব প্রেক্ষাপট। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও টিকে থাকতে হবে এ প্রযুক্তিনির্ভর বিশ্বে। ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় মোমেনশাহী সেনানিবাস একটি আদর্শ বিদ্যাপীঠ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রযুক্তিগত জ্ঞানার্জনে দক্ষতা অর্জন করে নজরুলের ধূমকেতুর মত আবির্ভূত হবে বাংলার আকাশে বাতাসে। শিক্ষার্থীরা তাদের স্বাপ্নিক জগতকে প্রযুক্তি নির্ভর করতে না পারলে তারা বৈশ্বিক চ্যালেঞ্জ থেকে ছিটকে পড়বে। আন্তর্জাতিক মানের একটি ওয়েবসাইট খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে শিক্ষার্থী-অভিভাবকসহ সকলের সাথে একটি নিবিড় যোগসূত্র স্থাপন করা ছিল সময়ের দাবি। সুখের বিষয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিশ্বের যেকোন প্রান্তের যেকোন মানুষের সাথে আমরা ডিজিটাল বন্ধনে আবদ্ধ। প্রযুক্তির এ কল্যাণের ছোঁয়া প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে পারলে আমাদের এ প্রয়াস সার্থক হবে বলে আমার বিশ্বাস। আমি ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় মোমেনশাহীর সার্বিক উন্নতি কামনা করছি।
মাহমুদা হাসান
সহসভাপতি
ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, মোমেনশাহী সেনানিবাস এবং
ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার
ময়মনসিংহ ক্যান্টনমেন্ট