Cantonment Board High School, Momenshahi Cantonment Momenshahi Cantonment School Code : 9707, Thana Code 276, Dist. Code -35 EllN No : 111848  

Teachers

🖋️🖊️🖋️সভাপতি মহোদয়ের বাণী 🖋️🖊️

🖋️🖊️🖋️সভাপতি মহোদয়ের বাণী 🖋️🖊️

✒️✒️✒️ সভাপতি মহোদয়ের বাণী

📋📋📋📋📋

সভ্যতার সূচনা লগ্নে মানুষ ছিল অরণ্যবাসী, গুহাবাসী। বুদ্ধিবৃত্তির বিকাশ ও জ্ঞান চর্চার মাধ্যমে সেই হলো প্রভূত ক্ষমতার অধিকারী আধুনিক ও অত্যাধুনিক। বিজ্ঞান মানুষকে এনেছে অন্ধকার থেকে আলোকে,দিয়েছে নতুন জীবন, ঘুচিয়ে দিয়েছে দূর-দূরান্তের ব্যবধান। আজ গোটা পৃথিবী মানুষের হাতের মুঠোয় । বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে বিশ্ব আজ সভ্যতার চরম শিখরে অবস্থান করছে । একবিংশ শতাব্দীর একটি বড় চ্যালেঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তির অবিশ্বাস্য গতির সাথে তাল মিলিয়ে বিশ্ব জাতিসমূহের মধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় ও নিশ্চিত করা । তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম সুনিশ্চিত ব্যবহারের মাধ্যমে কেবল  এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় মোমেনশাহী সেনানিবাস এই চ্যালেঞ্জকে সামনে রেখে নিজস্ব ওয়েবসাইট খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়নে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সকলের সাথে আজ যুক্ত হলো ডিজিটাল বন্ধনে । আজ এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ডিজিটাল বিশ্বের বিস্ময়কর জগতের গর্বিত অংশিদার হলাম । তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিদ্যালয় সার্বিক চিত্র আজ উম্মোচিত হল সকলের নিকট ।আমি বিশ্বাস করি এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীর অভিভাবকসহ দেশ ও দেশের বাহিরের প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং নব প্রযুক্তি সমৃদ্ধ হবে বিদ্যালয় প্রতিটি শিক্ষার্থী ।

’ এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বুকে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ু ‘ এই প্রত্যাশা করি ।

 

(ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ মালেক হোসেন, এনডিসি, পিএসসি)

স্টেশন কমান্ডার,

মোমেনশাহী সেনানিবাস

সভাপতি বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়

মোমেনশাহী সেনানিবাস